কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের পুলের মাথায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) বিকালে পুলের মাথায় লাকুর চাতালে পৌর বিএনপির সাবেক সভাপতি কামরুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা—১ (তালা—কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর সুস্থ থাকতে পারিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া,দেশ নায়ক তারেক রহমান ও দলের মহাসচিবসহ আমাদের দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃলমূল নেতাকমর্ী কেউ ভালো থাকতে পারিনি। শেখ হাসিনা এত অত্যাচার করেও শেষ রক্ষা করতে পারেনি। তাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে। তিনি আরও বলেন, কথিত শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় আমার মিথ্যা মামলায় ৭০ বছর সাজা দিয়েছিল। এছাড়া উপজেলার ৪৯ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে ওই মামলায় সাজা দিয়েছিল ফ্যাসিস্ট আওয়ামীলীগ। আল্লার রহমতে আপনাদের মাঝে ফিরে আসতে পারেছি। এমনকি ওই মিথ্যা মামলায় আমাকে একটি পাঠে হাইকোট খালাস দিয়েছেন। তালা—কলারোয়া আসনে ভোট করতে পারবো ইনশাল্লাহ। আগামী নিবার্চনে আমাকে ধানের শীষে ভোট দিবেন। যদি পাশ করতে পারি তাহলে তালা—কলারোয়ার অসমাপ্ত কাজ গুলো করতে পারবো বলে আশি করি। তিনি বলেন, শেখ হাসিনা আলেম সমাজের উপরও অত্যাচার করেছে। কোনো জায়গায় সভাসমাবেশ করতে দেয়নি, এমনকি ইসলামি কোনো সভা হতে দেয়নি। এদেশের মানুষ তার সমুচিত জবাব দিয়েছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু,, রবিউল ইসলাম, শেখ তামিম আজাদ মেরিন,যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক কে এম আশরাফুজ্জামান পলাশ,প্রভাষক সালাউদ্দীন পারভেজ,যুবদল নেতা আব্দুল মজিদ, মোজাফ্ফার হোসেন, কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, রুহুল কুদ্দুস, রুহুল আমিন,পৌর তাতী দলের রফিকুল ইসলাম, দেয়াড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মনজুর হোসেন,যুবনেতা টুকু, বিএনপি নেতা প্রভাষক আব্দুল জব্বার, আব্দুল মাজেদ, মনিসহ শতশত নেতাকর্মী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কে এম আশরাফুজ্জামান পলাশ।