কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার রাত ১২টা ১ মিনিটে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা হয়। সূযোর্দয়ের সাথে সাথে সকল সরকারী—বেসরকারী ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় কলারোয়া কৃষি অফিসের কর্মকতার্ জিয়াউর রহমানের পরিচালনায় কলারোয়া সরকারী পাইলট হাইস্কুল ফুটবল মাঠের কর্ণারে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষে উপজেলা নিবার্হী অফিসার জহুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন ও শামসুর রহমান, কলারোয়া থানার পক্ষে অফিসার ইনচার্জ শামসুল আরেফীন, কলারোয়া সরকারী কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর আনোয়ারুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের পক্ষে আহবায়ক সনজু, সদস্য সচিব এমএ সাজেদ, পাবলিক ইনস্টিটিউটের পক্ষে এড. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলী, উপজেলা ও পৌর বিএনপি’র পক্ষে বিএনপি’র মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দীন, আব্দুর রশিদ মিয়া, শেখ শরিফুজ্জামান তুহিন, গোলাম রসুল, যুবদলের পক্ষে আব্দুল হাকিম সবুজ, কেএম আশরাফুজ্জামান পলাশ, প্রভাষক সালাউদ্দীন পারভেজ, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে শওকত হোসেন, মীর রফিকুল ইসলাম, উপজেলা ও পৌর কৃষক দলের পক্ষে মাস্টার মনিরুজ্জামান, মনিরুল ইসলাম, মোতাহার হোসেন, রুহুল কুদ্দুস, স্বেচ্ছাসেবক দলের পক্ষে রনজু, রমেল, মোশারফ হোসেন, আব্দুস সালাম দিলু, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের পক্ষে উপাধ্যক্ষ রেজাউল ইসলাম কাজীরহাট ডিগ্রী কলেজের পক্ষে অধ্যক্ষ এস এম সহিদুল আলম,আলিয়া মাদ্রাসার পক্ষে শেখ শাহাজান আলী শাহিন, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে আব্দুল করিম, ঠিকাদার কল্যান সমিতির পক্ষে বাবু ও তপু, গার্লস পাইলট হাইস্কুলের পক্ষে আসাদুজ্জামান, হোমিও কলেজের পক্ষে অধ্যক্ষ ডা. আব্দুল বারিক, ছাত্রদলের পক্ষে সোহেলসহ স্কুলসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে উপজেলা নিবার্হী অফিসারের নেতৃত্বে গণকবরে পুষ্পমাল্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপজেলা নিবার্হী অফিসার কুবুতর উড়িয়ে বিজয় মেলার শুভ উদ্বোধন করেন। পরে বিজয় মেলার স্টল পরিদর্শন করেন তিনি এবং বিএনপি’র নেতৃবৃন্দ। পরে সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকালে উপজেলা নিবার্হী অফিসার একাদশ ও সূধী একাদশের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর স্লো সাইকেল রেস, মেয়েদের চেয়ার সিটিং ও গ্রাম বাংলা ঐতিহ্য লাঠিখেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে সরসকাটি ইউনাইটেড হাইস্কুল, মাদ্রাসা, বালিকা বিদ্যালয়, খোরদো হাইস্কুল, বালিকা বিদ্যালয়, কামারালী হাইস্কুল ও মাদ্রাসা, যুগিখালী হাইস্কুল, চন্দনপুর হাইস্কুল, সোনাবাড়িয়া হাইস্কুল, কাজীরহাট বালিকা বিদ্যালয়, হাইস্কুল, সিংগা হাইস্কুলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামজিক সংগঠন গুলোতে মহান বিজয় দিবস পালিত হয়েছে বলে জানা যায়।