কলারোয়া প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় ভিলেজ ডক্টরস ফোরাম (ভিডিএফ) এর প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভিলেজ ডক্টরস ফোরাম(ভিডিএফ) কলারোয়া উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটোরিয়ামে ঐ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ডাঃ মাওঃ শামীম সাবেতী ও ইসলামী সংগীত পরিবেশন করেন মাষ্টার শেখ কামরুল ইসলাম। কলারোয়া উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি ও সোনার বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আশফাকুর রহমান বিপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন— সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা জেলা জামায়াতের সহ. সেক্রেটারি মাওঃ ওসমান গনি, কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাও কামরুজ্জামান, কলারোয়া পেশাজীবী সেক্রেটারী অধ্যাপক মশিউল আজম, ভিডিএফ’র সাতক্ষীরা জেলা সভাপতি ডাঃ আফতাব হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন— উপজেলা ভিলেজ ডক্টরস ফোরাম(ভিডিএফ) এর আহ্বায়ক ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক , উপজেলা মাজলিসুল মুফাসসিরীনের সভাপতি প্রভাষক মাওঃ আসাদুজ্জামান ফারুকী, হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ দিলদার রহমান প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে অধ্যক্ষ ডা.আব্দুল বারিক’কে সভাপতি ও কলারোয়া বাজারের হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আব্দুর রশিদকে সেক্রেটারি মনোনীত করে ভিলেজ ডক্টরস ফোরাম (ভিডিএফ) এর উপজেলা কমিটি গঠন করা হয়।