শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৈখালীতে শান্তি সংঘের আয়োজনে কবর খননকারীদের সম্মাননা প্রদান শ্যামনগরে দূরপাল্লার পরিবহন কাউন্টারে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা প্রতাপনগর ইউনিয়নের পাবলিকান শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিত বেড়ীবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রান ও ঔষধ বিতরন নূরনগরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত তালার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা আনুলিয়ায় উদারতার খাদ্য বিতরণ প্লাবিত আনুলিয়া এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান আশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান কয়রায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিতে জাপান শীর্ষক মতবিনিময়

কলারোয়ায় যুবক—যুবতীদের কারিগরী প্রশিক্ষণ শেষে সিসিডিবি’র সনদ প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় যুবক—যুবতীদের কারিগরী প্রশিক্ষণশেষে সিসিডিবি’র সনদ প্রদান করা হয়েছে। সোমবার যুবক—যুবতীদের অংশগ্রহণে কলারোয়া উপজেলার সম্মেলন কক্ষে নেদারল্যান্ড ভিত্তিক সংস্থা কার্ক ইন এক্টি এর অর্থায়নে বেসরকারী সংস্থা খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর বাস্তবায়নে ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের আয়োজনে এ সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিগত অর্থবছরে সিসিডিবি’র ওই প্রকল্পের আওতায় ৭৫ জন বেকার যুবক—যুবতী বিভিন্ন ট্রেডের ওপর ৬ মাসব্যাপী কারিগরী প্রশিক্ষণ গ্রহণ করেন, সেই যুবক—যুবতীগণকে তাদের প্রশিক্ষণের স্বীকৃতিস্বরূপ সিসিডিবি উপজেলা প্রশাসন ও সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের উপস্থিতিতে সনদ প্রদান করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। সভাপতিত্ব করেন সিসিডিবি’র ঢাকার প্রধান কার্যালয়ের দ্বি—পাক্ষিক কর্মসূচিসমূহের কো—অর্ডিনেটর আর্নেস্ট অনিন্দ সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, প্রকল্পের দাতা সংস্থা কাক ইন এ্যাক্সির পোর্টফোলিও কো—অর্ডিনেটর ম্যাটিলদা টিনা বৈদ্য ও সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ। উপকার—ভোগীদের মধ্যে বক্তব্য রাখেন নীলা পারভীন ও রনি আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সিসিডিবি’র কর্মকান্ড সম্পর্কে আলোকপাত করেন প্রকল্পটির প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ পার্থ প্রতিম সেন। এসময় সিসিডিবি’র টেকনিক্যাল অফিসার মো. একরামুল কবিরসহ প্রকল্পটিতে কর্মরত অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী দুইজন যুবক—যুবতী প্রশিক্ষণ গ্রহনের পূর্বে তাদের বেকারত্বের ফলে কষ্টের জীবন ও প্রশিক্ষণ পরবর্তী কর্মে যুক্ত হওয়া পর্যন্ত সময়সমূহ বর্ননা করেন। অনুষ্ঠানে যুবক—যুবতীদের মাঝে প্রশিক্ষনের সনদ বিতরণ এবং সিসিডিবি’র পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com