কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সদস্য মফিজুল ইসলাম (৫৯) ইন্তেকাল করেছেন। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে কলারোয়া পৌরসভার গদখালি গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মরহুম আলতাফ হোসেনের মেজো ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, মফিজুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে অবস্থান করছিলেন। সেখান থেকে দেশে ফিরে তিনি নানা রোগে আক্রান্ত হন। তিনি গত কয়েক মাস নিজ বাড়িতে রোগাক্রান্ত অবস্থায় শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়—স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার আসরের নামাজের পর কলারোয়া কেন্দ্রীয় মসজিদ চত্বরে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শরিক হন কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আকতারুল ইসলাম, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুস আলি বাবু, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুর রশিদ কচি, রজিবুল ইসলাম, আজিজুল হাসান, রবিউল হাসান, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা ফারুকুজ্জামান, কলারোয়া ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু, আরবি প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী প্রমুখ। জানাজা নামাজ শেষে গদখালি গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।