কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা—২৪’র ফলাফল প্রকাশ ও অবসর জনিত শিক্ষকের বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। সোমবার(৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রাক্তন শিক্ষক মাও: আয়ুব হোসেন, প্রাক্তন শিক্ষক আব্দুল মাজেদ, প্রাক্তন শিক্ষক আব্দুর রফিক, সদ্য অবসর জনিত শিক্ষক আব্দুস সবুর, সহকারী শিক্ষক আব্দুর রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, স্বপন কুমার সরকার, আব্দুস সালাম, রফিকুল ইসলাম, তহুরা সুলতানা, সামিয়া আফরিন , জাহাঙ্গীর আলম, বদরুজ্জামান বদরু, মেহেদী হাসান, শুভংকর মজুমদার, শিক্ষার্থী আল মামুন স্বাধীন, তৌফিক হোসেন, ফারহীন নাজনিন, আজিমুসান সিয়াম, স্টাফ সাহিদা খাতুন, ইসারুল ইসলাম, তুহিন হোসেনসহ সূধি, প্রাক্তন শিক্ষার্থী ও অসংখ্য অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে স্কুলের এবং এসএসসি পরীক্ষার্থীদের সৌজন্যে সদ্য বিদায়ী সহকারী শিক্ষক আব্দুস সবুর ও বিদায়ী সহকারী শিক্ষক আজিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা, সন্মাননা স্মারকসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়। পরে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীতে উত্তীর্ণ ছাত্র— ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।