কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কার্ক ইন এ্যাক্সির অর্থায়নে খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এর বাস্তবায়নে ক্রিয়েটিং ইয়ুথ এমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের আয়োজনে ও কলারোয়া মাধ্যমিক শিক্ষা অফিসের কারিগরি সহযোগিতায় “যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ শীর্ষক” দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। বেসরকারী সংস্থা সিসিডিবির ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পটি মূলত বেকার যুব সমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান কল্পে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় কাজ করে যাচ্ছে। প্রকল্পটির প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ তানিম আজাদ মেরিন। এসময় প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইকরামুল কবীর, একাউন্টস অফিসার রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানায়জার রিপন বাড়ৈ ও সুদিপ্ত বিশ্বাস উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা থেকে ১৫ জন শিক্ষক শিক্ষিকা এ প্রশিক্ষনে অংশ গ্রহণ করেন। প্রসঙ্গত, প্রকল্পটি জেলার সদর ও কলারোয়া উপজেলায় পৌর এলাকাসহ ৮টি ইউনিয়নে বেকার যুব সমাজের কারিগরী দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানে যুক্তকরণে কাজ করে যাচ্ছে।