কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় সোনালী ব্যাংক কেন্দ্রীয় কর্যালয়ের নির্দেশনা মোতাবেক খেলাপী ঋণ আদায়, নতুন ঋণ বিতরণ ও বৈদেশিক রেমিটেন্স আহরণ সংক্রান্ত বিশেষ কর্মসূচি পরিপালন উপলক্ষ্যে সোনালী ব্যাংক কলারোয়া শাখায় খেলাপি ঋণ আদায় ও নতুন ঋণ বিতরণ মেলা—২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৬ নভেম্বর) দুপুর ১২ টায় সোনালী ব্যাংক কলারোয়া শাখার ব্যবস্থাপক শেখ নাহিদুজ্জামান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণ আদায় ও নতুন ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সোনালী ব্যাংক খুলনা বিভাগের জেনারেল ম্যানেজার মীর হাসান মো: জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ আলম, অবসর প্রাপ্ত ডিজিএম আ:ওহাব, এ্যাসিন্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রহলাদ কুমার মাখাল। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জিএম জাহিদ রেমিটেন্স যোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, বৈধ পথে বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রেখে জনগণের প্রতি সহনুভূতিশীল হওয়ার প্রতি প্রত্যেকটি প্রবাসী ভাইদেরকে অনুরোধ করেন। এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে আমানাতে মনোযোগী হতে অনুরোধ করেন। আর নতুন ঋণ গ্রহীতাদেরকে ঋণের টাকা সঠিক ভাবে কাজে লাগিয়ে নিজে লাভবান হয়ে ব্যাংকের টাকা পরিশোধে সজাগ থাকার জোর তাগিদ প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কুশোডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সোনালী ব্যাংক কলারোয়া শাখার সাবেক ম্যানেজার শেখ সালাউদ্দিন চঞ্চল, সাবেক ম্যানেজার রবিউল ইসলামসহ ব্যাংকের সকল কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন এলাকা থেকে আগত ব্যাংকের গ্রাহক বৃন্দ। এ সময় কৃষি ও এস,এম,ই খাতে প্রায় ৬০ লক্ষ টাকার নতুন ঋণ বিতরণ করা হয়।