কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মনজুরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কলারোয়া উপজেলা যুবদল নেতৃবৃন্দ। গত ১২ মে রাতে কলারোয়া উপজেলার খোরদো বাজারে দেয়াড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মনজুরকে একদল দুর্বৃত্ত সন্ত্রাসী হামলা চালিয়ে মারাত্মক আহত করে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হওয়া মঞ্জুর বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কলারোয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে এই হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ ও সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু।