কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া পৌর সভার মির্জাপুর ৯নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহবায়ক আ.মজিদ। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ—সভাপতি আখলাকুর রহমান শেলী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন। যুবদলের কর্মী সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, ওয়ার্ড বিএনপি নেতা অ্যাড. হাসনাত মনির, আমানুল্লাহ শেখ, পৌর যুবদলের সদস্য সচিব মোজাফফর হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, যুগ্ম আহবায়ক শেখ জাকির হোসেন জিকো, শরিফুজ্জামান বাবলু, জি এম হুমায়ুন কবির সবুজ, আব্দুল ওহাব, কামরুজ্জামান বাবু, মোস্তাফিজুর রহমান, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, সঞ্জীব, বাপ্পি, আশিক, আমিরুল, আবুল খায়ের, বিল্লাল, সাগর, আ.রহিম, শহিদুল, আ. কাদের প্রমুখ। কর্মী সভায় নেতৃবৃন্দ বলেন, সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী সংসদ নির্বাচনে হাবিবুল ইসলাম হাবিবকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। সমগ্র অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল বারিক ও সাধারণ সম্পাদক শেখ আলী হাসান।