কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২ নং যুগিখালী ইউনিয়নের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের কামারালি বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এসব কম্বল বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু সুফিয়ান, ইউপি সদস্য বজলুর রহমান, ডাবলু হোসেন, বিল্লাল হোসেন, নজরুল ইসলাম, মাসুম হোসেন, শামসুদ্দিন, মহিলা ইউপি সদস্যা মনোয়ারা খাতুন, মঞ্জুয়ারা খাতুন, গ্রাম পুলিশসহ স্থানীয় নেতৃবৃন্দ।