কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির সহ—সভাপতি ও উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার শ্যামলীর বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জনপ্রিয় বিএনপি নেতা সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিনের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন: কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আব্দুর রহমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রভাষক আরিফ মাহমুদ, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাইফুল্লাহ আজাদ, আতাউর রহমান, আসাদুজ্জামান আসাদ, কাজী সিরাজ, বিএম আফজাল হোসেন পলাশ, মনিরুল ইসলাম মনি, আবু রায়হান মিকাঈল, সুজাউল হক, প্রভাষক সাইফুল ইসলাম, অহিদুজ্জামান খোকা, দেলোয়ার হোসেন প্রমুখ।