কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরা কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের ইতিহাস বিভাগের সরকারি অধ্যাপক আবু তালেব সরদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি)। শুক্রবার সকালে উপজেলার ৯ নং হেলাতলা ইউনিয়নের ব্রজাবক্স গ্রামে নিজ বাড়িতে ডায়াবেটিক সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে, এক পোতাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জুম্মার নামাজের পর ব্রজাবক্স দাখিল মাদ্রাসা ময়দানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইস উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব সরদার, স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কৃষক দল নেতা শাহাবুদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা মুসা কালিমুল্লাহ, যুবদল নেতা শফিসহ শত শত নেতাকর্মী ও মুসল্লীবৃন্দ।