শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলারোয়া সীমান্তে নারী—শিশুসহ আটক ৬ উদ্ধার ভারতীয় রুপিসহ ৭টি মোবাইল ফোন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে নারী—শিশুসহ ৬ জনকে আটক করেছে। উদ্ধার করেছে ভারতীয় রুপিসহ সাতটি মোবাইল ফোন। আটককৃতদের মধ্যে ২ পুরুষ, ২ শিশু ও ২ নারী রয়েছে। শুক্রবার ভোরে কলারোয়ার সীমান্তবর্তী সুলতানপুর গ্রামে এ আটক ও উদ্ধার অভিযানের ঘটনা ঘটে। এরা সকলেই অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসছিলো। এ বিষয়ে কলারোয়া থানায় দাখিলকৃত এজাহারে উল্লেখ করা হয়, আটকৃতরা অবৈধভাবে ভারতে যায় এবং অবৈধভাবেই ভারত থেকে বাংলাদেশ সীমান্তে ফিরে আসে। শুক্রবার ভোরে সুলতানপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে বাংলাদেশের দুইশ গজ অভ্যন্তরে (মেইন পিলার ১৬/৫ এসআর) সুলতানপুর গ্রামের পোতাপাড়া এলাকায় জনৈক শওকত হোসেনের আমবাগান থেকে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করা ব্যক্তিদের আটক করেন। আটককৃতদের কাছ থেকে বিজিবি সদস্যরা ভারতীয় রিয়েলমি, কার্বন, স্যামসাং গ্যালাক্সি, ভিভো, পোকো ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন, ভারতীয় রুপি ২০,৩৬৯ ও বাংলাদেশি ১,২০০ টাকা উদ্ধার করেন। আটককৃতরা হলো: যশোরের শার্শা থানার রাবেয়া খাতুন (৬০), গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার নিরালা বাকচি(৩২) ও সাথে ৪ বছরের শিশুপুত্র আয়ুশা, ঝিকরগাছা থানার জাকির হোসেন ও সাথে ১০ বছরের শিশু পুত্র লিয়ন এবং জামালপুর জেলার চরপুলিশা এলাকার ইসরাফিল শেখ (৩০)। এঘটনায় শুক্রবার বিকেলে ৩৩ বিজিবির সুলতানপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার আসলাম হাওলাদার বাদী হয়ে কলারোয়া থানায় পাসপোর্ট আইন ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে (২৫/বি) মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com