কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঐতিহ্যবাহি কাজিরহাট কে এইচ কে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির আলী (৭২) স্যার ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। রোববার দুপুর ২টার দিকে উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের কাউরিয়া গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে,২ মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুনগ্রাহি রেখে গেছেন। আজ সোমবার সকাল ১০টায় মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে কবরস্থ করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানা যায়। উল্লেখ, পরম শ্রদ্ধেয় প্রধান শিক্ষক আমির আলী স্যার শিক্ষকতা পেশায় বিরল দৃষ্টান্ত স্থাপন করে চির বিদায় নিলেন। অত্র এলাকায় প্রথম গ্রাজুয়েশন ডিগ্রী অর্জনকারী শ্রদ্ধেয় স্যার তৎকালীন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রাপ্তির অনেক প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করার একান্ত প্রয়াসে সকল স্বর্নালী প্রস্তাবকে উপেক্ষা করে শুধুমাত্র শিক্ষকতা পেশাকে আপন করে নিয়েছিলেন তিনি। তারই হাতে গড়া ঐতিহ্যবাহী কাজিরহাট কে এইচ কে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়। অগুনিত ছাত্র-ছাত্রীকে আলোর পথ দেখিয়ে তার সুপ্ত স্বপ্নকে বাস্তবে রুপায়ন করে রোববার দুপুর দুইটায় তিনি চলে গেলেন জীবন নদীর ওপারে। মহান আল্লাহ পাক তাকে যেন বেহেশ্তের মেহমান হিসেবে কবুল করে নেন (আমীন)।