কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ “শিক্ষার জন্য এসো, ফিরে যাও দেশের সেবায়। এসো হে নবীন, তোমাকে বরণ করি অকৃতিম বন্ধনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ার ঐতিহ্যবাহি কাজীরহাট ডিগ্রী কলেজে নবীন বরণ -২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কাজীরহাট কলেজের আয়োজনে কলেজ চত্ত¡রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুলাহ। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার পাশাপাশি দেশ প্রেমিক হতে হবে। কেবল বিসিএস ক্যাডার হলে হবে না। সমাজ ও দেশের একজন ভালো মানুষ হতে হবে, দেশ প্রেমিক হতে হবে। বাংলাদেশ উন্নয়নের দিক দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে জায়গায় নিয়ে গেছেন সেটিকে অস্বিকার করলে হবে না। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ বাস্তবায়ন করতে চলেছেন। সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে বিরোধীদল বর্তমানে বিভিন্ন আন্দোলন সংগ্রামের ঘোষনা দিয়ে উন্নয়ন ব্যহত করার চেষ্টা চালাচ্ছে। তাতে কোন লাভ হবে না। তিনি সবশেষে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহবান জানান সবাইকে। এ বছর কাজীরহাট কলেজ থেকে ৭জন এ প্লাস পাওয়ায় প্রধান অতিথি কলেজ কর্তৃপক্ষকে দন্যবাদ জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, কলারোয়া সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া থানার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, বেনজীর হেলাল, প্রধান শিক্ষক আব্দুল আলিম, শিক্ষার্থী জিনিয়া, নিশি, কামরুজ্জামান। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে কলেজের পক্ষ থেকে বরণ করে নেন। পরে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ এস এম সহিদুল আলম। কলেজের ইংরেজী প্রভাষক ইদ্রিস আলীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী, প্রফেসর আবু বকর সিদ্দিক, অভিভাবক আব্দুর রশীদ,আ’লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, সোহাগ, এমপি’র পিএস জাহাঙ্গীর হোসেন, এসআই রঞ্জন কুমার, আব্দু সালাম, কলেজের শিক্ষক, কর্মচারী,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে কলেজের বাংলা প্রভাষক ভোলানাথ মন্ডলের পরিচালনায় ছোটদের একটি নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।