কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে ২–১গোলে ভাদড়া কে হারিয়েছে স্বাগতিক ফুটবল একাদশ। রোববার (৭ আগষ্ট)বিকালে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে, স্বাগতিক কেঁড়াগাছি সোনা মাটি যুব সংঘ বনাম ভাদড়ার মধ্যেকার খেলায় গোলশূন্য নিয়ে উভয় দল মধ্যবিরতিতে যায়। বিরতির পর খেলা শুরুর ৫ মিনিটে ভাদড়া ফুটবল একাদশের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় তুহিন একটি গোল করে, ১২ মিনিটে কেঁড়াগাছি ৮নং জার্সিধারী খেলোয়ার ফাহিম গোল করে সমতা ফেরান। ২৫মিনিটে কেঁড়াগাছির ১০নং জার্সিধারী খেলোয়ার ইউছুপ গোল করে ব্যবধান বাড়ান। রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ২-১ গোলে ভাদড়া কে হারিয়ে স্বাগতিক কেঁড়াগাছি ফুটবল একাদশ জয় লাভ করেন। খেলা রেফারির দায়িত্ব পালন করেন, তোতা মিয়া।