কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৩নং কয়লা ইউনিয়নের কয়লা হাইস্কুল মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কয়লা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিকাল ৩ টায় কয়লা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়। এর আগে নিজ নিজ ব্যানার নিয়ে স্নোগান সহকারে ইউনিয়নের বিভিন্ন এলাকার আওয়ামীসহ অংগ সংগঠনের নেতাকর্মীরা আসতে থাকে। বিকালের আগেই জনসভা জনসমুদ্রে রূপ নেয়। জনসভায় অংশ নিতে আসা অনেকের হাতে ছিল নৌকা প্রতীক সম্বলিত প্লাকার্ড ও ফেস্টুন। দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আসে মিছিল। উপচে পড়া নেতাকর্মীরা স্কুল মাঠে জায়গা না পেয়ে পার্শ্ববর্তী বাজার ও রাস্থায় অবস্থান নেয়া ছাড়াও বক্তব্য শুনতে উঠে পড়েন বিভিন্ন ভবনের ছাদে। দুপুর থেকেই এ জনসভায় ঢল নেমেছে জনতার। এলাকা ছাড়াও বাইরের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগ দিয়েছে জনসভায়। জনসভাকে কেন্দ্র করে কয়লা এলাকায় পরিণত হয়েছে মিছিলের শহর। এ যেন আওয়ামী লীগের নেতাকর্মীদের মিলন মেলা। দেখে মনে হয়েছে উপজেলার সব পথ এসে মিশেছে কয়লা বাজারে। ‘জয় বাংলা’, ‘নৌকা নৌকা’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয় জনসভাস্থল। ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মাস্টারের পরিচালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, মেয়র মনিরুজ্জামান বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান খুখু, মাহবুবা খাতুন রুবিয়া, জাহাঙ্গীর কাউন্সিলর,ছাত্রলীগ নেতা নাহিদ হাসান শাহিন, সাবেক চেয়ারম্যান ইমরান, ৬ নম্বর সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা বেঞ্জির হেলাল, চেয়ারম্যান এম এ কালাম, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, সহিদুল ইসলাম, মুন্না,রফিকুল ইসলাম,নাইচ, মহিদুর রহমান,মাস্টার আসাদুজ্জামান আসাদ, প্রনব কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশিকুর রহমান মুন্না উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক,ছাত্রলীগ নেতা শামিমুজ্জামান টিপু প্রমুখ। এ সময় বক্তারা আগামী ৭ জানুয়ারী সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।