কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর হাইস্কুল মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত এ ক্রিকেট খেলায় অংশ গ্রহন করেন সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশ। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুলাহ আল মামুন, প্রভাষক আরিফ মাহমুদ। খেলায় টসে জিতে জুনিয়র একাদশ ব্যাট করার সিদ্ধান্ত নেই। নির্ধারিত ২০ ওভারে তারা ১২৪ রান সংগ্রহ করেন। জবাবে সিনিয়র একাদশ ব্যাট করতে নেমে ১৯ ওভারে সবকটি ইউকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে। ফলে জুনিয়র একাদশ ২৫ রানে জয়লাভ করে। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।