কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ার প্রাণকেন্দ্র সরকারী জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠের চারিদিকে রাস্তা নির্মাণ ও স্ট্রিট লাইট নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমীন, পৌর কাউন্সিলর শফিউল আযম, শেখ জামিল হোসেন, ইমাদুল ইসলাম, সন্ধ্যা রানী বর্মণ, দিতি খাতুন, ট্রাক্স নির্ধারক নাজমুল হোসেন প্রমুখ। এ সময় মেয়র বলেন, কলারোয়ার এই মাঠটি সমস্ত অনুষ্ঠানের কেন্দ্র। মাঠের সৌন্দার্য বৃদ্ধি এবং দিনে ও রাতে উন্মুক্ত বাতাস ও শারীরিক ব্যায়াম করার জন্য পৌরসভার বাজেট থেকে ৫৩ লক্ষ ৬৮ হাজার টাকা ব্যয়ে মাঠের চারিদিকে ৭ ফুট প্রস্থ রাস্তা ও সৌর স্ট্রিট লাইট স্থাপন করা হবে। এই নির্মান কাজ সমাপ্ত হলে মাঠের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং খেলার পাশাপাশি ব্যায়াম করতে পারবেন।