কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২৬নং উত্তর বাঁটরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণ। সোমবার সকালে স্কুলের সামনে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ইভটিজিং, শিশু নিপিড়ন, যৌন হয়রানী ও স্কুলের বিভিন্ন বরাদ্দের অর্থ আতœসাৎ করার অভিযোগে এ মানব বন্ধন করা হয়। স্থানীয় জালালাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজবক্ষার হোসেনের সভাপতিত্বে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক আবু সালেক, জাহিদুল ইসলাম, সায়রা খাতুন, তাসলিমা খাতুন, মোজাহারুল ইসলাম ও রেশমা খাতুন প্রমুখ। বক্তরা এ সময় বিভিন্ন অপকর্মের জন্য নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রধান শিক্ষক শহিদুল ইসলামের চাকুরী থেকে অপসারণ পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। এ সময় মানববন্ধনে এলাকার নারী, পুরুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।