কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরায় কলারোয়ার সুজাউদ্দীন (২৭) নামে এক রাজমিস্ত্রি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাতক্ষীরায় নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন যশোর-সাতক্ষীরা সড়কের ওয়ারিয়া মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ওই রাজমিস্ত্রি কলারোয়া উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রামের মৃত গোপাল সরদারের ছেলে। ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার সকালে সুজাউদ্দীন মোটরসাইকেল যোগে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্থানে পৌছালে পথচারী এক পাগলের হাতে থাকা লাঠি উচু করলে মোটরসাইকেল চালক ভয়ে অপর দিক থেকে আসাএকটি ট্রাকের ধাক্কা খেয়ে নীচে পড়ে যায়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা সে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিকে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলেও তিনি জানান।