কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ার সেই অভাব, অনাটনের সংসারে বেড়ে উঠা হাস্যোজ্জল নয়নের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০ টায় কলারোয়া সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মুফতি মতিউর রহমান। মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় জানাযা নামাজে জেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মানুষ অংশ গ্রহণ করেন। তার নিজ বাড়ীতে ২য় জানাযা নামাজ শেষে পৌরসদরের মুরারীকাঠি ৮নং নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজের পূর্বে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া পৌরসভার মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, অধ্যক্ষ আবু নসর, প্রভাষক রফিকুল ইসলাম, কলারোয়া উপজেলা মানবিক ফাউন্ডেশানের সভাপতি প্রমুখ। জানাযা নামাজে দলমত নির্বিশেষে হাজার হাজার মুসুলিবৃন্দ অংশগ্রহণ করেন।মরহুমের পিতা রুহুল আমিন সকল মুসলিম উম্মাদের কাছে ছেলের ভুলের জন্য ক্ষমা ও মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন। উলেখ্য: গত কয়মাস ধরে নয়ন বিভিন্ন সহৃদয়বানদের সহযোগিতায় ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে গত রবিবার সন্ধ্যা ৭ টার দিকে সকলের চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ী জমায়।