কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় আশাশুনি থেকে পালিয়ে আসা বহু অপকর্মের হোতা সাংবাদিক পরিচয়দানকারী জুলফিকার আলী অবশেষে পুলিশের জালে আটকা পড়েছেন। সে বর্তমান তুলশীডাঙ্গা গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করেন। পিতার নাম মৃত শেখ আমজেত আলী।মামলা সুত্রে জানা যায়, জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রওশন আলী গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ২ লক্ষ ২২ হাজার টাকার একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। হঠাৎ একদিন কথিত সাংবাদিক জুলফিকার আলী প্রকল্পের কাজ দেখে বিভিন্ন অনিয়মের কথা বলে মেম্বরের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে। সে উপায়ন্তর না পেয়ে ১০ হাজার টাকা তাকে চাঁদা প্রদান করেন। কিন্তু সেই ১০ হাজার টাকা নেওয়ার পরেও বাকী ৯০ হাজার টাকা না দিলে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। উক্ত মেম্বর গত ২৬ এপ্রিল উপজেলার গোলচত্বরে বসে থাকা অবস্থায় ওই কথিত সাংবাদিক জুলফিকারসহ আরও ২ জন অজ্ঞাত ব্যক্তি এসে বাকী ৯০ হাজার টাকা না দিলে বিভিন্ন ভয় ভীতি প্রদর্শণ করেন। এ সময় মেম্বর আতঙ্ক গ্রস্থ হয়ে কলারোয়া থনায় একটি মামলা দায়ের করে, যার নং-৫১। এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা জানান, আটককৃত জুলফিকার আলীকে একটি চাঁদীবাজী মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ দিকে কথিত সাংবাদিক জুলফিকার আলীর গ্রেফতারের খবরে উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। এ ছাড়া উপজেলার সচেতন মহল পুলিশের এমন একটি মহৎ কাজ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।