কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ার সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) ডা. আব্দুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৪ আগস্ট) সকালে তিনি মারা যান। তার বয়স হয়েছিলো আনুমানিক ৮০ বছর। পরিবার নিয়ে তিনি সাতক্ষীরায় বসবাস করলেও জীবদ্দশায় তিনি দীর্ঘকাল কলারোয়ার সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দিয়ে গেছেন। তিনি অত্যন্ত নম্র, ভদ্র, মিষ্টভাষী ও স্বজ্জন ব্যক্তি হিসেবে সকলের কাছে পরিচিত। মহান আল্লাহ উনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন, আমিন। তার মৃত্যুতে কলারোয়াবাসি গভীর ভাবে শোকাহত।