কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ার প্রবাদপুরুষ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কলারোয়া উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাতক্ষীরা জেলা আ’লীগের বর্তমান সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ বিএম নজরুল ইসলাম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না-রাজিউন)। বৃহ:স্পতিবার (৭ এপ্রিল) সকালে স্ট্রোকে আক্রান্ত হলে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি হলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৮ টার সময় কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়। তাঁর মৃত্যুতে কলারোয়ায় শোকের ছাঁয়া নেমে এসেছে।