সোনাবাড়িয়া (কলারোয়া) প্রতিনিধি ॥ অগ্রগতি সংস্থা, সাতক্ষীরা কর্তৃক আয়োজিত ও টঝঅওউ এর আর্থিক এবং দ্যা ক্যাটার সেন্টারের কারিগরি সহোযোগিতায় কলারোয়ার সোনাবাড়ীয়ায় তথ্য বুথ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের আওতায় সোনাবাড়ীয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর দাস পাড়ায় এই তথ্য বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ২৫ জানুয়ারি ২০২৪ (বৃহস্পতিবার) বুথ ক্যাম্পের উদ্বোধন করেন সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুর নাহার আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বাবু নির্মল কান্তি মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসের সহকারী অফিসার মোঃ ইসরাফুল হোসেন ও উপসহকারী কৃষি অফিসার মোঃ মাহফুজউল কবির। বুথ ক্যাম্পের মাধ্যমে পিছিয়ে পড়া প্রান্তিক দলিত নারীরা সরকারী দপ্তরের সেবা পাওয়ার জন্য সরাসরি আর.টি.আই. আবেদনের মাধ্যমে তথ্য জানতে পারেন। তথ্য জানার ফলে সরকারি কর্মকর্তাদের সাথে আত্মসম্পর্ক গড়ে ওঠে এবং তথ্য পাওয়ার পথ প্রস্থ হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রকল্পের কো-অডিনেটর আল মামুন।