কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা নির্বাহী অফিসারকে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউএনওর পদোন্নতি জনিত কারনে এ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার ২১ এপ্রিল বিকাল ৫টার পরে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের হল রুমে এই বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক কলারোয়ার কৃতি সন্তান শেখ ফারুক হোসেন , উপজেলা কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান, সহকারী অধ্যাপক ডা. আশিকুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুর রহিম, সাংবাদিক শেখ জাকির হোসেন, এম এ সাজেদ সরদার জিলুর, শফিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন পর্যাযের রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. আব্দুল বারিক। সমস্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক ডা. হাবিবুর রহমান।