কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় আসন্ন উপজেলা নির্বাচনকে ঘীরে কলারোশা বাজার ও চন্দনপুর ইউনিয়নে ভোটের প্রচারণায় কর্মী-সমর্থকদের নিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে ভোটারদের কাছে গিয়ে ভোট চাচ্ছেন জেলা আ, লীগের সদস্য বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। শুক্রবার (জানুয়ারী ২৬)বিকাল ৪ টায় সময়ে চন্দনপুর আ,লীগের কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে লিফলেট বিতরণ শুরু করেন লাল্টু। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ,লীগ সভাপতি রবিউল ইসলাম (রবি),সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম (মনি), চেয়ারম্যান ডালিম হোসেন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর, ইউনিয়ন আ,লীগের অঙ্গ সংগঠনের দলীয় নেতা কর্মী ও ইউপি সদস্যসহ অসংখ্য জনতা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে কেউ করছেন মিছিল, কেউ আয়োজন করছেন মতবিনিময় সভা। তবে সাদাসিধাভাবে ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন তিনি। উপজেলা মুরারি কাঠি গ্রামের ছেলে। তিনি একজন কর্মীবান্ধব নেতা। এ উপজেলায় কিংবা ইউনিয়ন পর্যায়ে তাঁর দলের অনেক কমিটি আছে। এ কারণে প্রচারণায় দলীয় নেতাকর্মীর সমর্থকে কার্যক্রম চালাচ্ছে। এ আসনে আ,লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক প্রার্থীর সঙ্গে লড়বেন। তিনি এবার ২য় বারের মতো প্রার্থী হয়েছেন। ইতিমধ্যে প্রচারণায় মধ্যে এলাকায় সাড়া ফেলেছেন তিনি।প্রতিদিন পোস্টার ও লিফলেট নিয়ে বিভিন্ন গ্রামে যাচ্ছেন। নিজ হাতে পোস্টার সেঁটে দিচ্ছেন। লিফলেট বিতরণ করছেন। আর এই প্রচারণার কাজে তাঁকে সহযোগিতা করছেন তার দলীয় সহযোগীরা। নির্বাচনী আচরণবিধি মেনে তাঁর নির্বাচনী বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী লাল্টু বলেন, ‘মানুষ আমার প্রচারণা দেখে নয়, সততা দেখে ভোট দেবে। আমি ভোটারদের কাছে যাচ্ছি। নির্বাচিত হলে ভোটের প্রতিদানে উন্নয়নের কাজ করে যাব।’ এ নিয়ে কথা হয় এলাকার ভোটারদের সঙ্গে। এমন মানুষ নির্বাচনে জয়ী হলে, দেশের জন্য ভালো হবে বলে মন্তব্য করেন ভোটাররা।১২টি ইউনিয়ন ১টি পৌরসভা ও ৫৭টি গ্রাম নিয়ে গঠিত এ উপজেলা ২ লক্ষ্য ৯ হাজার ৬০৬ জন ভোটার। এ আসনে ৭৫ টি কেন্দ্রে আছে।