কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় ইটভাঙ্গা গাড়ি থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসানুজ্জামান হাসান নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কলারোয়া পৌর সদরের মুরারীকাটি গ্রামে। নিহত হাসান (৩০) সাতক্ষীরা সদর থানার বল্লী ইউনিয়নের মোচড়া গ্রামের মৃত ফজলে সরদারের ছেলে। ইটভাঙ্গা গাড়ি চালক ইসলাম হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকে তারা কয়েকজন শ্রমিক কলারোয়া পৌর সদরের মুরারীকাটি গ্রামের বিভিন্ন লোকের বাড়ি ইট ভেঙ্গে খোয়া তৈরী করার কাজ করছিলেন। দুপুর একটার দিকে এক বাড়ি থেকে ইট ভেঙ্গে আরেক বাড়ি যাওয়ার সময় রাস্তার পাশে থাকা বাথরুমের হাউজ ভেঙ্গে গাড়ি পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা হাসানসহ আমি পড়ে গিয়ে আহত হই। পরে তার সহকর্মীরা গুরুতর আহত হাসানকে নিয়ে কলারোয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।