শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমার ভাইয়ের রক্তে রাঙানো গাজিরহাট ও পারুলিয়া মৎস্য আড়তে সাদা মাছের ব্যাপক উপস্থিতি যাচ্ছে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় দৃষ্টি ড্রিংকিং ওয়াটার বিক্রয় অথবা লীজ বিজ্ঞপ্তি আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে আমরা বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়তে চাই—এটিএম মাসুম নলতা শরীফে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) বার্ষিক ওরছ শরীফের আজ প্রথম দিন আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার আশাশুনি ওসির সাথে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময় কালিগঞ্জে তাঁতি—দলের সাংগঠনিক সভা ও লিফলেট বিতরণ ধুলিহর কাজীরবাসা জামে মসজিদের কমিটি গঠন সভাপতি মামুন সম্পাদক রমজান ডুমুরিয়ায় জায়গা—জমির বিরোধে দু’পক্ষের হামলায় ৫ জন আহত

কলারোয়ায় উন্নয়ন কার্যক্রমে জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর, প্রতিবন্ধী, হিজড়া বা ট্রান্সজেন্ডার ও দলিত সম্প্রদায়কে নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১টায় নাগরিক উদ্যোগ খুলনার আয়োজনে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় ওই সভার আয়োজন করা হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রয়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক নুরুন নাহার আক্তার, এএনসি সভাপতি এ্যাড. শেখ কামাল রেজা, পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, এএনসি সাধারণ সম্পাদক শেখ শাহাজাহান আলী শাহিন প্রমুখ। এছাড়াও ভুক্তভোগীর মধ্যে সুকুমার দাস, রুমা রানী, রায়সুল ইসলাম, স্বরসতী দাসী অসুবিধার কথা তুলে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে মুল ধারনাপত্র উপস্থাপন করেন নাগরিক উদ্যোগ খুলনার বিভাগীয় সমন্বয়কারী মানিক দাস। সভায় উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী শুক্লা মিস্ত্রি অধিকার ও আইন সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন নাগরিক উদ্যোগ খুলনার বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাস। সভায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন, ‘কলারোয়ার সকল সরকারি দপ্তর সুষ্ঠুভাবে কাজ করে যাচ্ছে এবং কোন মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে সজাগ আছে। আমাদের পরিচয় হচ্ছে সকলেই মানুষ, আর মানুষ হিসেবে গন্য করে, কোন মানুষ কে বাদ দিয়ে নয়- এই হিসেবে কাজ করে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।’ উল্লেখ্য যে, নাগরিক উদ্যোগ একটি বেসরকারি মানবাধিকার সংস্থা, যেটা ১৯৯৫ সালে প্রতিষ্ঠা লাভ করে সু-শাসন ও মানবাধিকার এবং স্থানীয় পর্যায়ে সু-শাসন প্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com