কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় মোটর সাইকেল ছিনতাই করার সময় কামরুল হাসান (২৬) নামে এক পেশাদার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে কলারোয়া পৌর সদরের নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে যশোর-সাতক্ষীরা সড়ক থেকে তাকে আটক করা হয়। ছিনতাইকারী ওই যুবক যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আব্দুস সালাম কলু ও ফিরোজা খাতুন দম্পতির ছেলে। ভুক্তভোগী কলারোয়া পৌর সদরের মুরারিকাটি গ্রামের শেখ আব্দুল আলিমের ছেলে শেখ রায়হান নাহিদ বলেন, রোববার ওই সময় উপজেলার কাজীরহাট থেকে একটি এফজেট মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ওই স্থানে পৌছালে কয়েকজন যুবক তাকে গতিরোধ করে। গতিরোধ করার কারণ নিয়ে তাদের সাথে তার কথা-কাটাকাটির এক পর্যায়ে কোন কিছু বুঝে উঠার আগেই তারা তাকে মারপিট করে কাছে থাকা দুই লক্ষ ১০ হাজার টাকা মূল্যের এফজেট মোটরসাইকেল ছিনতাই করার চেষ্টা করে। এ সময় তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে সংবাদ দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ ছিনতাইকারী কামরুলকে আটক করতে সক্ষম হয় এবং অন্যরা পালিয়ে যায়। কলারোয়া থানা অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত পুলিশের একটি টিম নিয়ে ওই স্থানে অভিযান চালিয়ে রায়হান নাহিদের ছিনতাইকৃত একটি ণঅগঅঐঅ ১৪৯ ঈঈ মটরসাইকেলসহ ছিনতাইকারী কামরুল হাসানকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তার সাথে থাকা অন্যরা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে এবং সোমবার সকালে আটক ওই যুবককে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।