কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের আওতায় এবং ইউরোপীয় ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে কলারোয়া উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের নিয়ে দুই দিন ব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারী) সকাল ১০ টায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের হলরুমে মানবাধিকার, গণতন্ত্র, সু-শাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক এ প্রশিক্ষনের উদ্বোধন করেন এডভোকেসি নেটওয়ার্ক কলারোয়া উপজেলা কমিটির সভাপতি এড. শেখ কামাল রেজা । ওয়েভ ফাউন্ডেশনের কলারোয়া উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের নিয়ে এই রিফ্রেশার প্রশিক্ষণ দেন ওয়েভ ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী শেখ খালিদ হোসেন। আরো উন্মুক্ত আলোচনা করেন সাংবাদিক জাকির হোসেন, আরিফুল হক চৌধুরী, মোঃ জাহাঙ্গীর হোসেন, সোহাগ হোসেন, এন,জি,ও প্রতিনিধি মোঃ মেহেদী হাসান,খতিব মতিউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান, ও সাধারণ সম্পাদক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সহকারী সমন্বয়কারী মোঃ আহসান উল্লাহ ও ওয়েভ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মধুমিতা গাইন।