কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ার গোয়ালচাতর অরফান কেয়ার এতিমখানায় শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কুশোডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম এসব কম্বল বিতরণ করেন। এ সময় ৮৫টি কম্বল বিতরণ করেন তিনি। বিতরণ কালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিলন হোসেন, কাজীরহাট কলেজের প্রভাষক সাইফুল ইসলামসহ এলাকার নেতৃবৃন্দ।