কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় এম আর ফাউন্ডেশন একাডেমিতে প্রাথমিকে বৃত্তি প্রাপ্তদের কৃতি সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার ৩ সেপ্টেম্বর সকালে মিজানুর রহমান এমআর ফাউন্ডেশনে এ সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একাডেমির প্রধান শিক্ষক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এম আর ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান। কৃতি শিক্ষার্থীরা হলো-নুজহাত শাহরিন আফরাহ,এসকে শিয়েশা, ফারহিন উমাউজা রুহি, লামিয়া ইয়াসমিন, জয়া রানি রায়, বারাকা আফরিন, খালিদ হাসান, আহনাফ রাব্বানী, দিপাউন ঘোষ, মুশফিকুর হামজা, ইমন হোসেন, শাহারিয়ার নাফিজ, বিএম সোহরাব হোসেন ও সাকিব হোসেন। এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শফিউল আজম,সহকারী শিক্ষক শাওন রহমান, শফিউল হাসান, আব্দুল হানান, দুলাল বিশ^াস,খালেদ আক্তার, কাজল রেখা,ইতি রানী,শারমিন সুলতানা প্রমুখ।