কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭ বোতল তরল এলএসডি মাদকসহ আশিকুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত ওই ব্যক্তি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাঠি গ্রামের শাহাজাহান শেখের ছেলে। গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী বালিয়াডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, কলারোয়া সীমান্তের কাকডাঙ্গার বিওপির কমান্ডার আবু তাহের পাটোয়ারির নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়াখালি সীমান্ত থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াডাঙ্গা বাজারের সামসুল হকের মিল চত্বর এলাকায় অভিযান চালিয়ে ৭ বোতল তরল এলএসডি উদ্ধারসহ তাকে আটক করা হয়। জব্দকৃত ৭ বোতল এলএসডি’র মূল্য ৭ কোটি ২৮ লক্ষ টাকা। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে বলে ওসি মোহা. মোস্তাফিজুর রহমান জানান।