কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগানসহ হাবিবুর রহমান নামে এক অস্ত্রধারীকে আটক করেছে ব্যাব সদস্যরা। গত শনিবার (৯ এপ্রিল) রাত ১১ টার দিকে উপজেলার আলাইপুর গ্রাম থেকে তাকে ওই শুটারগানসহ তাকে আটক করা হয়। আটক হাবিবুর রহমান (৩৮) আলাইপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। র্যাবের সাতক্ষীরা কোম্পানী কমান্ডার ইশতিয়াক হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কলারোয়ার আলাইপুর গ্রামে মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে। পরে তার নেতৃত্ োসঙ্ঘীয় র্যাবের সদস্যরা ওই স্থানে অভিযান চালিয়ে ১টি ওযান শুটারগানসহ ওই ব্যক্তিকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। কলারোয়া থানার অফিসার ইনাচার্জ নাছিরউদ্দীন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক হওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে । রোববার সকালে সাতক্ষীরা আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।