কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে উপজেলার ৩৭০০ কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, কুশোডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ গাজী প্রমুখ। এ ছাড়া উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেন,উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক চাষী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার ৩৫০ জন গম চাষীদের ২০ কেজি বীজ ও ২০ কেজি সার, ৭০ জন ভুট্টা চাষীদের ২ কেজি বীজ ও ৩০ কেজি সার, ৩০০০ জন সরিষা চাষীদের ১ কেজি বীজ ও ২০ কেজি সার, ৩০ জন খেসারী চাষীদের ৮ কেজি বীজ ও ২০ কেজি সার, ২৫০ জন সূর্যমূখি চাষীদের ১ কেজি বীজ ও ২০ কেজি সার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল ইসলাম।