শুক্রবার, ১০ মে ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাইকগাছায় ৫ দিন ব্যাপী এডভান্স টেকনিক্যাল ট্রেনিং অনুষ্ঠিত পাইকগাছায় কৃষক প্রশিক্ষণ, কৃষি যন্ত্রপাতি বিতরণ ও মাঠ দিবস অনুষ্ঠিত আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা বৃষ্টি ও ধান কাটার মৌসুম থাকায় ভোটাররা ভোটকেন্দ্রে আসেনি: সিইসি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফুলতলায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রূপসায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন প্রাক্তন প্রধান শিক্ষক আর নেই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সহজ কুরআন শিক্ষা কেন্দ্রে অভিভাবক সমাবেশ

কলারোয়ায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সুন্দরবন ক্রিকেট একাডেমি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় টি.সি.সি. কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি। শনিবার কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজিত টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় পরষ্পর মুখোমুখি হয় কলারোয়া ক্রিকেট একাডেমি ও সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি। টসে জয়লাভ করে সুন্দরবন ক্রিকেট একাডেমির অধিনায়ক স্বপন বোলিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে কলারোয়া ক্রিকেট একাডেমি নির্ধারিত ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে মিরাজ ৪৩, শাকিল ১৯, মাহফুজ ১০ রান করেন। বোলিং-এ সুন্দরবনের পক্ষে আশিক ও মুরাদ ৩টি করে এবং আশরাফুল ও রাসেল ২টি করে উইকেট লাভ করেন। ১২৯ রানের লক্ষে খেলতে নেমে ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষে ১৩৫ রান সংগ্রহ করে জবাবে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি। দলের পক্ষে শাজাহান ৫০, অধিনায়ক স্বপন অপরাজিত ২০, মুরাদ ১৩, অনি ১৫ রান সংগ্রহ করেন। কলারোয়ার পক্ষে মাহফুজ ও মুরাদ ২টি করে উইকেট লাভ করেন। ফলে অতিথি দল সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি ৪ উইকেটে জয়লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। ম্যাচটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন ও মো. মিজানুর রহমান। স্কোরার ছিলেন পার্থ মন্ডল। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহিন ও জাহাঙ্গীর হোসেন। রবিবার একই মাঠে সকাল ১০টায় ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে কলারোয়া তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ও সাতক্ষীরা ব্যাসিক ক্রিকেট একাডেমি। এদিকে, খেলা শুরুর আগে উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, গালর্স পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী এড. শিহাব মাসুদ সাচ্চু, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, সাংবাদিক মোতর্জা হাসান, সাবেক খেলোয়াড় মাসউদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com