কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিঃ এর শাখা অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪মার্চ) বিকালের দিকে কলারোয়া ডাকবাংলা নিকটস্থ ফার্ষ্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের বিপরীতে ওই গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর শাখা অফিস এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। একই সাথে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নতুন গ্রাহকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সার্বিক বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন-গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিঃ এর উপদেষ্টা এম তৌহিদুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন। এছাড়া অন্যদের উপন্থিত ছিলেন ও বক্তব্য দেন-খুলনা বিভাগ মুদারাবা উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আয়ুব হোসেন, সহকারী ব্যবস্থাপনা পরিচালক খুলনা নাজনীন নাহার, সাতক্ষীরা জেলা সহকারী ব্যবস্থাপনা পরিচালক শেখ ফারুক হোসেন, স্বপ্না খাতুন, কলারোয়া শাখার অফিস ইনচার্জ শ্রী উদয় শংকর রায়, ডিজিএম প্রভাষক মুরাদ হোসেন, প্রভাষক সুভাস চন্দ্র পাল, কবিরুল ইসলাম, তহমিনা খাতুন, বিএম মো. আমিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া নতুন শাখা অফিসের সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাবু রবিন কুমার মলিক। প্রধান অতিথির বক্তব্যে গোল্ডেন লাইফ ইনসিওরেন্স এর উপদেষ্টা এম তৌহিদুল আলম বলেন- আমাদের দেশের প্রতিটি মানুষ ইনসিওরেন্স করেনা বলে আমাদের দেশ অর্থনৈতিক ভাবে অনুন্নত ও দূর্বল। বিশ্বের উন্নত দেশ গুলির শতভাগ জনগন ইনসিওরেন্সের উপর নির্ভরশীল। উন্নত দেশে ইনসিওরেন্স ছাড়া কোন ব্যাংকের লোন বা টাকা ছাড় করেনা।