কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় ২০২২-২৩ অর্থ বছরে গ্রামপুলিশদের (দফাদার ও মহাল্লাদার) মাঝে বাইসাইকেল, পোশাক ও বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮জুন) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সরঞ্জামাদি বিতরণ করা হয়। উপজেলা নিবার্হী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি তার বক্তব্যে বলেন, গ্রাম পুলিশ এবং ফায়ার সার্ভিস বাহিনী ফলপ্রসু বাহিনী। বিশেষ করে গ্রামপুলিশ বাহিনী সব খবরগুলো আগে জানতে পারেন। কার বাড়িতে মেয়ে বাল্য বিয়ে হচ্ছে, কার বাড়ি গাঁজা গাছ আছে, কারা চুরি করে, কারা মাদক বিক্রয় করে, কারা মাদক সেবন করেসহ নানাবিধ ঘটনা। তাই এসব সংবাদ গুলো যতদ্রæত সম্ভব তাদেরকে উপজেলা নিবার্হী অফিসার, থানার ওসি, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যানদের জানানোর জন্য আহবান জানান। গ্রামপুলিশের প্রতি দৃষ্টি আকর্ষন করে তিনি আরো বলেন, আপনাদের ওয়ার্ডে যদি কোন মেয়ে বাল্য বিবাহ হয় তাহলে আপনারা কিন্তু আসামী হবেন। যেটা ইতোমধ্যে ইউএনওকে নির্দেশ দেওয়া হয়েছে। তাই সরকার আপনাদের মাঝে বাইসাইকেলসহ যে সব সরঞ্জামাদি দিচ্ছেন এতে আপনাদের কর্মতৎপরতা ও দায়িত্ব বাড়বে। সে মোতাবেক আপনারা কাজ করবেন। বর্তমান সরকার আপনাদের বেতনভাতা বাড়িয়েছে। আরো বাড়াবে। তাছাড়া তিনি আরো বলেন, দুটি বিষয় নিয়ে সারা বাংলাদেশে সাতক্ষীরা বেশী পরিচিতি লাভ করেছে। তার মধ্যে উপকুলীয় এলাকা হওয়ায় ঝড়বৃষ্টি বেশী হওয়ায় এবং ২০১৩/১৪ সালে নাশকতা করার কারণে। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যাতে কোন বিশৃঙখলা বা নাশকতামূলক কাজ কেউ করতে না পারে সে দিকে আইন শৃঙখলা বাহিনীর সাথে আপনারা গ্রামপুলিশও সর্তক থাকার আহবান জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কারাম আজাদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, ইউপি সদস্য স,ম মোরশেদ আলী, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহম্মেদ, সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম আনিছুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নরুন নাহার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক কর্মকর্তা মাসুদুর রহমান।