কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান স.ম মোরশেদ আলিকে সংবর্ধনা দিয়েছেন কেরালকাতা ইউনিয়ন গ্রাম্য ডাক্তার কল্যান সমিতির নেতৃবৃন্দ। রোববার বেলা ১২টার দিকে স্থানীয় কাজিরহাট কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া গ্রাম ডাক্তার সমিতির সভাপতি গ্রাম ডা. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া গ্রাম ডাক্তার সমিতির সাধারণ সম্পাদক সেলিম মোহাম্মদ ছিদ্দিকি, কাজিরহাট কলেজের অধ্যক্ষ এসএম শহিদুল ইসলাম, প্রভাষক ইমরুল হোসেন মিন্টু,কলারোয়া ডক্টরস ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের এমডি প্রভাষক ইমরুল হোসেন মিন্টু, সাতক্ষীরা বুশরা হাসপাতালের প্রকল্প পরিচালনক জাহিদুল ইসলাম, সাতক্ষীরা প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের এমডি আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজিরহাট কলেজের প্রভাষক আশিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরালকাতা গ্রাম ডাক্তার সমিতির সভাপতি ডা. অলিনুর রহমান। অনুষ্ঠান শেষে কেরালকাতা ইউনিয়ন গ্রাম ডাক্তার সমিতির মেয়াদ শেষ হওয়ায় পূর্বের কমিটির সভাপতি গ্রাম্য ডাক্তার অলিনুর রহমান কমিটির বিলুপ্ত ঘোষনা করেন, একই সাথে আর একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সেই আহবায়ক কমিটির নিকট আগামী নতুন কমিটি গঠনের জন্য গ্রাম্য ডাক্তার অলিনুরকে পুনরায় সভাপতি, ডাক্তার আব্দুল বারিককে সাধারণ সম্পাদক ও ডাক্তার আসাদুল আল গালিব মিলনকে সাংগাঠনিক সম্পাদক করার প্রস্তাব করেছেন নতুন আহবায়ক কমিটি।