কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আয়োজনে সাতক্ষীরা-১, তালা-কলারোয়া আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে সংবর্ধনা ও নতুন কলারোয়া উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার সময় উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধিত প্রধান অতিথি ফিরোজ আহম্মেদ স্বপনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল ওহাব, সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার সমিতির সভাপতি। এ সময় আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন যুবলীগ নেতা শহীদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাছুমুজ্জামান মাছুম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মুন্না, গ্রাম ডাক্তার আতাউর রহমান, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, মুকুল হোসেন, আ: ওহাবসহ উপজেলার সকল ইউনিয়নের গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি, সাধারন সম্পাদক ও অধিকাংশ গ্রাম ডাক্তার বৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইমরুল হোসেন মিন্টু।