কলারোয়ায় (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘের করার কারণে সরকারী রাস্তা ভেঙ্গে ঘেরের মধ্যে চলে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড শ্রীরামপুর গ্রামবাসি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিবরণে জানা যায়, সম্প্রতি উপজেলা এলজিইডি থেকে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড শ্রীরামপুর গ্রামের নকাটি বিলের কাপের্টিং রাস্তার নির্মান করেন। ওই রাস্তার পশে স্থানীয় সাবেক ইউপি সদস্য আবু ছিদ্দিক ৮বিঘা জমিতে মাছের ঘের করেন। আর ওই মাছের ঘেরের কারণে সরকারী রাস্তার পার্শ্ব ধসে পিচের রাস্তা মাছের ঘেরের মধ্যে চলে যাচ্ছে । এমনকি রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় ফাটল ধরছে বলেও অভিযোগ উল্লেখ করা হয়। অভিযুক্ত ঘের মালিক আবু ছিদ্দিক বলেন-তিনি রাস্তার পার্শ¦ বেধে দিয়েছেন। এখন আর রাস্তার সাইড ধসে যাচ্ছে না। এদিকে অতিদ্রত ভাবে ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা এলজিইডি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন শ্রীরামপুর গ্রামবাসী। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, বিষয়টি সরেজমিনে দেখে অতিদ্রæত ব্যবস্থা গ্রহন করা হবে।