সোমবার, ১২ মে ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলারোয়ায় ছাত্রদল নেতা তুরান হত্যার প্রধান আসামী কুষ্টিয়ায় গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১২ মে, ২০২৫

কলারোয় (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আরেফিন তুরান (৩০) হত্যার প্রধান আসামী মনিরুল ইসলাম মনিকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সাতক্ষীরার শাখার সদস্যরা। রোববার (১১ মে) ভোর ৪টার দিকে টানা ৫৩ দিন পর কুষ্টিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক খুনি মনিরুল ইসলাম উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের কাউরিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। র‌্যাব-৬ সাতক্ষীরা শাখার প্রধান রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন ওই হত্যা মামলার প্রধান আসামী মনিরুল ইসলাম কুষ্টিয়া শহরের একটি এলাকায় অবস্থান করছে। পরে তারই নেতৃত্বে সাতক্ষীরা শাখার অন্যান্য র‌্যাবের সদস্যদের নিয়ে কুষ্টিয়া র‌্যাব-১২ এর সহযোগিতায় কুষ্টিয়া এলাকায় অভিযান চালিয়ে আসামী মুনিরুলকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে গ্রেফতারকৃত ওই আসামীকে সাতক্ষীরা নিয়ে এসে কলারোয়া থানায় সোপর্দ করা হয় বলে তিনি জানান। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া আসামীকে তার থানায় সোপর্দ করা হয়েছে। অন্য আসামী তার পিতা নূরুল ইসলামকে গ্রেপ্তার করার জন্য পুলিশ ও র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। মামলার বাদি নিহত তুরানের বড় ভাই তুষার বলেন, তার ছোট ভাইয়ের খুনি মনিরুল গ্রেফতার হওয়ায় তিনিসহ তার পরিবারের সকলেই খুবই খুশি। তার ভাইয়ের হত্যার যেন সঠিক বিচার হয় এবং যারা এই হত্যার ইন্দন দিয়েছিল তাদেরও যেন গ্রেপ্তারপূর্বক বিচার হয় এ দাবি তিনি করেন। উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রæয়ারী সন্ধ্যায় তুরান তার দোকানের ভাড়াটিয়া মাংস ব্যবসায়ী মনিরুল ইসলামের কাছে পাওনাকৃত ২০ হাজার টাকা চাইতে যান। এ নিয়ে উভয়ে মধ্যে কথাকাটাকাটির মধ্যে হাতাহাতিও হয়। পরে বাজারের লোকজন ছুটে এসে তাদের উভয়কে থামিয়ে দিয়ে এবং সরিয়ে দেয়। কিছুক্ষন পরে মনিরুল তুরানের দোকানের সামনে গিয়ে তুরানকে পেছনদিক থেকে ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে তুরান রক্তাক্ত জখমসহ গুরুতর আহত হয়। পরে তাকে খুলনা সিটি হাতপাতালে ভর্তি করা হয় এবং মাথায় অস্ত্রপাচার শেষে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর বাড়িতে রেখে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ মার্চ সকাল ১০ টার দিকে তুরানের মৃত্যু হয়। এ ঘটনায় তুরানের আপন বড় ভাই শাহারিয়ার আরেফিন তুষার বাদি হয়ে কলারোয়া থানায় মনিরুল ও তার পিতা নূরুল ইসলামকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলার প্রধান আসামী মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com