কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ “ বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের সামনে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ। এ সময় আরও উপস্থিত ছিলেন সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কবির হোসেনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ।