কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় দুইদিন ব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকালে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে এই সনদ বিতরণ করা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা এইচএম রোকনুজ্জামান বিজয়ী শিক্ষার্থীদের হাতে এই সনদ পত্র তুলে দেন। এ সময় কলারোয়া এমআর ফাউন্ডেশান একাডেমির প্রথম শ্রেণীর মেধাবী ছাত্রী ইলমা হোসেন জেমির হাতে বিজয়ী সনদ তুলে দেন। সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অধিদপ্তর আয়োজন করে অনুষ্ঠানটি। উপজেলা শিক্ষা কর্মকর্তা এইচএম রোকনুজ্জামান বলেন, প্রথম দিনের উদ্ধোধনীতে সকাল দশটায় উপজেলার জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে দাবা, ব্যাডমিন্টন, ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা, উচ্চলাফ, দীর্ঘ লাফ ও উপজেলার পুকুরে ১০০ মিটার মুক্ত সাঁতার প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বুধবার সকাল ১০ টায় ক, খ ও গ গ্রুপের শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপজেলার এমআর ফাউন্ডেশন একাডেমিতে। সোমবার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এবং জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় একজন প্রতিযোগী অনাধিক তিনটি বিষয়ে অংশগ্রহণের সুযোগ পাবেন।