কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টার সময় উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে অডিটোরিয়ামে পৌঁছে সমাজ সেবা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ^াসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপ-সহকারী উদ্ভিদ ও সংগ নিরোধ কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা নাগরিক কমিটির সদস্য সচিব সাংবাদিক এস,এম জাকির হোসেন, মহিলা দলনেতা মনোয়ারা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষণ অফিসার তুহিন রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন ভাতা ভোগী সদস্য ও সমাজের নানা শ্রেণী পেশার ব্যক্তি বর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসের ইউনিয়ন সমাজ কর্র্র্র্র্র্র্র্র্র্মী আমিনুর রহমান।