সোমবার, ২০ মে ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশাশুনি খাদ্য গুদামে অভ্যন্তরিণ বোরো সংগ্রহ উদ্বোধন এবিসি কেজি স্কুলে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বঙ্গবন্ধুর মাজারে কেশবপুরের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মফিজের শ্রদ্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় এলজিইডির ন্যাশনাল টেন্ডারস ডাটাবেজ বিষয়ক ওয়ার্কশপ উপজেলা পরিষদের সেবা পৌঁছে দেবো জনগণের দোরগোড়ায়: মশিউর রহমান বাবু হাসছে সাতক্ষীরার আম বাজার ঃ চলছে কুলষিত করার হীনচেষ্টা ইসরাইল গাজা যুদ্ধে হারতে চলেছে ঃ প্রবল প্রতিরোধ হামলায় হামাস ভোমরায় বিজিবির অভিযানে স্বর্ণসহ আটক ১ গোদাঘাটা বারাকাতিয়ায় দাখিল মাদ্রাসায় চক্ষু শিবির উদ্বোধন

কলারোয়ায় টিসিবি’র পন্য বিতরণে মতবিনিময়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় টিসিবি’র পন্য উপকারভোগীদের মধ্যে বিতরণ সংক্রান্তে কলারোয়ার সকল সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)র অফিস কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ইউএনও জুবায়ের হোসেনচৌধুরী বলেন-মুজিব শতবর্ষে এই রমজানে সমগ্র দেশ ব্যাপী সরকার ১কোটি নিন্ম আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে টিসিবির পন্য বিতরণের পদক্ষেপ নিয়েছে। তারই ধারাবাহিকতায় কলারোয়া উপজেলায় ৮৬২০টি কার্ডধারী পরিবারের মধ্যে এই টিসিবি’র পন্য সামগ্রী বিতরণের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। ২০মার্চ প্রধানমন্ত্রী এই টিসিবি’র স্বল্পমুল্যে খাদ্য সহায়তার উদ্বোধন করবেন। একই সাথে কলারোয়া পৌরসভা ও জালালাবাদ ইউনিয়নের ১৭০৭ জন কার্ডধারীদের এই টিসিবি’র পন্য সামগ্রি বিতরণের মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হবে। এছাড়াও আগামী ২৪ মার্চের মধ্যে কলারোয়া উপজেলার প্রথম ধাপের ৮৬২০ কার্ডের পণ্য বিতরণ শেষ করা হবে। একটি পরিবার একটি কার্ডের বিপরীতে ১১০ টাকা কেজি দরে ২কেজি সয়াবিন তৈল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি ও ৬৫ টাকা কেজি দরে ২কেজি মশুর ডাল পাবে। একটি কার্ডে একজন কার্ডধারীকে দিতে হবে ৪৬০টাকা। ২০মার্চ কলারোয়া পৌরসভার ১১০৭ জন ও জালালাবাদ ইউনিয়নের ৬০০ জন কার্ডধারীর পন্য বিতরণ করা হবে যথাক্রমে কলারোয়া উপজেলা পরিষদ চত্বর ও সিংহলাল আদর্শ দাখিল মাদ্রাসা মাঠে, ২১ মার্চ যুগীখালি ইউনিয়ন পরিষদের ৪৫৮ জন ও কেঁড়াগাছি ইউনিয়নের ৮০০ জন কার্ডধারীর পণ্য বিতরণ করা হবে যথাক্রমে যুগীখালি ইউনিয়ন পরিষদ চত্বর ও কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে, ২২ মার্চ সোনাবাড়িয়া ইউনিয়নের ৭৫৬ জন ও দেয়াড়া ইউনিয়নের ৬৩৩ জন কার্ডধারীর পন্য সামগ্রী বিতরণ করা হবে। যথাক্রমে সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খোর্দ্দ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে, ২৩ মার্চ হেলাতলা ইউনিয়নের ৬৯৪ জন ও কয়লা ইউনিয়নের ৩৮০ জন কার্ডধারীর পণ্য বিতরণ করা হবে যথাক্রমে হেলাতলা ইউনিয়ন পরিষদ চত্বর ও শ্রীপতিপুর মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বরে ও ২৪ মার্চ কেরালকাতা ইউনিয়ন পরিষদের ৭০৫ জন, চন্দনপুর ইউনিয়নের ৯৩৮ জন ও জয়নগর ইউনিয়নের ৪৪৫ জন কার্ডধারীর পণ্য বিতরণ করা হবে যথাক্রমে কাজিরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চন্দনপুর ইউনিয়ন পরিষদ চত্বর ও খোর্দ্দ বাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে। টিসিবি’র এই পণ্য বিতরণে প্রত্যেক ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসার ও কলারোয়া থানা পুলিশের একটি টিম উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, সাংবাদিক কেএম আনিসুর রহমান,জুলফিকার আলী, প্রেসক্লাব সদস্য সরদার জিল­ুর, শেখ জাকির হোসেন, সাংবাদিক ফারুক হোসেন রাজ, এসএম ফারুক হোসেন, আলম হোসেন ও সোহাগ হোসেন। ডিলারদের পক্ষে উপস্থিত ছিলেন-মেসার্স স্বপ্নিল স্টোর ও মেসার্স সামিয়া স্টোরের ডিলারগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com