কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় প্রথম ডাচ্-বাংলা ব্যাংক, পিএলসির উপ শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় কলারোয়া থানার সামনে চৌধুরী মার্কেটের ২য় তলায় আনুষ্ঠানিকভাবে এ উপ শাখার ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ডাচ্ বাংলা ব্যাংকের জেলা ব্যবস্থাপক এস.এম.তৌহিদুর রহমান। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত মধ্যে দিয়ে শুরু করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, অর্থনৈতিক লেনদেনের শুরু থেকেই এক শ্রেণীর মানুষ এই সুদকে প্রতিষ্ঠিত ব্যবসা হিসেবে হালাল করার জন্য চেষ্টা করে যাচ্ছে,আরেক শ্রেণীর মানুষ হালালকে হালাল করার জন্য প্রচেষ্টা করতে থাকেন। এ ব্যাংক বাংলাদেশের প্রথম আধুনিক ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে। কোটি কোটি টাকা খরচ করে মোবাইল ব্যাংকিং চালু করা হয়েছে। যাতে গ্রাম-বাংলার মানুষ অতি সহজে ব্যাংকিং সেবা পায়। ডাচ-বাংলা ব্যাংক শুধু অর্থনীতিতে নয় শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তার প্রসার ঘটিয়েছে। উদ্বোধনী দিন থেকেই ডাচ-বাংলা ব্যাংকের অনান্য শাখার মত এ উপ শাখাতেও অনলাইন ব্যাংকিং, এটিএম ও সিআরএম সার্ভিস, রিটেল, এসএমই, কর্পোরেট লোন, ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং রেমিটেন্স সার্ভিস প্রদান করছে। জানা গেছে, ১৯৯৬ সালের ৩ জুন বাংলাদেশে ডাচ-বাংলা ব্যাংক পিএলসির যাত্রা শুরু হয়। এরপর থেকে সারা দেশে একের পর এক শাখা ও উপ শাখা প্রতিষ্ঠার মাধ্যমে সুনামের সাথে গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজেদুর রহমান খান চৌধুরী (পলাশ)। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র কলারোয়া উপ শাখার ইনচার্জ তোফাজ্জেল হোসেন, উপস্থিত ছিলেন ব্যাংক অফিসার মিজান আহম্মেদ, সাহেদুল রহমান, স্বাগত বক্তব্য দেন আসাদুজ্জামান, কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল গফুর, বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু,বাইক ব্যবসায়ীক জিয়া, আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়া উপ শাখার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।